শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪ ০০:০০ টা
সাক্ষাৎকারে

সততার কারণেই আবার দায়িত্ব পেয়েছি

ইয়াফেস ওসমান

জিন্নাতুন নূর

সততার কারণেই আবার দায়িত্ব পেয়েছি

সততার কারণেই টানা চার মেয়াদে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বলে জানিয়েছেন স্থপতি ইয়াফেস ওসমান। তিনি বলেন, যারা জীবনে উন্নতি করতে চান আগে একটু সৎমানুষ হয়ে নিন। সততার কারণেই পুনরায় মন্ত্রিত্ব পেয়েছি, আর অন্য কিছু নয়। সম্প্রতি সচিবালয়ে নিজ দফতরে বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এসব কথা বলেন। তিনি বলেন, দেশপ্রেম একটু ভিন্ন বিষয়। এখানে নিজেকে ছেড়ে দিতে হবে। এখানে আপনি নিজে কত দামি কাপড় পরতে পারলেন এ বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে। আর তা না হলে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব না। স্থপতি ইয়াফেস ওসমান বলেন, ২০০৯ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্রাউন্ড ওয়ার্ক শুরু হয়। সে সময় যে শুধু মাঠের কাজই শুরু হয় এমন না, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গেও আমরা সম্পর্ক গড়ে তুলি। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি আর পাঁচজনের মতো চিন্তা করি না। আমি একটু ভিন্নভাবে চিন্তা করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশা রূপপুর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বদরবারে অন্য উচ্চতায় পৌঁছে যাবে। এ চিন্তা থেকেই আমি আমার পুরো দলকে টিউন করেছি। তিনি বলেন, ভারত এরই মধ্যে চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছে। আমরা ভারত থেকে তাদের বিশেষজ্ঞদের বাংলাদেশে নিয়ে আসছি। তাদের অভিজ্ঞতা আমাদের অবকাঠামো তৈরির সময় কাজে লাগাচ্ছি। মূল যন্ত্রপাতিগুলো আমরা রাশিয়া থেকে নিয়ে এসেছি। রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী বিদেশি সংস্থার লোকজনও বলেছেন, পৃথিবীতে অনেক জায়গায় আমরা পারমাণবিক প্রকল্প নির্মাণ করেছি কিন্তু এমন পরিবেশ আর কোথাও পাইনি। আমি বলব, আমার দেশের স্বার্থে আমরা এমন পরিবেশ তৈরি করছি। করোনাকালে রূপপুর প্রকল্পে যারা কাজ করেন তারা কিন্তু পালিয়ে যাননি। তারা পালিয়ে গিয়ে আমাদের বিল করতে বা আমাদের ‘স্যু’ করতে পারতেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী আরও বলেন, এ দীর্ঘ সময়ে একই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে আমরা শুধরে নেব। আমাদের দুর্বলতা ও সফলতার জায়গাটি আমরা জানি। আমাদের দেশপ্রেম নিয়েই খাটতে হবে। সততার মধ্য দিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, নিউক্লিয়ার প্রযুক্তির মাধ্যমে আমরা প্রতি বছর ৫ লাখ ক্যান্সার রোগীর চিকিৎসা দিচ্ছি। বাইরে গেলে এ চিকিৎসা করতে যেখানে কয়েক লাখ টাকা লাগবে সেখানে আমরা মাত্র ২০-২৫ হাজার টাকার মধ্যে ক্যান্সারের চিকিৎসা দিতে পারছি। এজন্য প্রয়োজনীয় সরঞ্জামও আমাদের আছে। ইয়াফেস ওসমান বলেন, রূপপুরে এখন দেশের যে তরুণ প্রজন্ম কাজ করছে আমি তাদের বলি, তোমরা দ্বিতীয় ব্যাচের মুক্তিযোদ্ধা। আমরা একটি স্বাধীন দেশ দিয়েছি, সে দেশকে বিশ্বদরবারে ওপরে তোলাই তোমাদের কাজ। রূপপুর প্রকল্পের জন্য আমাদের যে ছেলেমেয়েদের আমরা বাইরে থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছি, তাদের দ্বিতীয়বার আর প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজন নেই। এ ছেলেমেয়েরা অন্যদের প্রশিক্ষণ দেবে। এ প্রকল্পে যারা কাজ করে তাদেরও প্রতি ছয় মাস পর পরীক্ষা দিতে হয়। বিজ্ঞানমন্ত্রী বলেন, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি চলে আসার অর্থ হলো এটি লায়েক হয়ে গেছে। আমরা এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভাষ্যমতে, ২০২৪ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিটের মধ্যে একটি উৎপাদনে আসবে আর অন্যটি আসবে ২০২৬ সালে। তবে মন্ত্রী বলছেন, দুটি ইউনিটই ২০২৫ সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়ে যাবে।

সর্বশেষ খবর