শিরোনাম
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ ০০:০০ টা
লেবাননে তীব্র লড়াই

আরব দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

প্রতিদিন ডেস্ক

আরব দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যে ইসরায়েলকে কোনো রকম সহায়তা না করতে আরব দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। বলেছে, এর জন্য তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে হিজবুল্লাহদের প্রচণ্ড লড়াই চলার খবর পাওয়া গেছে। সূত্র : রয়টার্স, বিবিসি, আল জাজিরা।

একটি খবরে বলা হয়েছে, ইরানের ওপর হামলার ক্ষেত্রে ইসরায়েলকে আরব উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা বা ঘাঁটি ব্যবহার করতে দিলে এর কঠোর জবাব দেওয়া হবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল বলেছেন, ‘ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, তেহরানের বিরুদ্ধে পারস্য উপসাগরীয় কোনো দেশের যে কোনো পদক্ষেপ- তা আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করার মাধ্যমে হোক, তেহরান এটি পুরো গ্রুপের নেওয়া পদক্ষেপ বলেই গণ্য করবে এবং সে অনুযায়ী জবাব দেবে। তিনি আরও জানান, এই বার্তায় ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে এবং স্থিতিশীলতা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। তাছাড়া, এও স্পষ্ট করে বলা হয়েছে, ইসরায়েলকে কোনোরকম সাহায্য করা; যেমন ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসরায়েলকে আঞ্চলিক কোনো দেশের আকাশসীমা ব্যবহার করতে দিলে তা মেনে নেওয়া হবে না। উল্লেখ্য, উপসাগরীয় দেশগুলোর মধ্যে বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সেনা রয়েছে।

লেবাননে প্রচণ্ড লড়াই : লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ। সেখানে হিজবুল্লাহর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে শতাধিক রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এতে অন্তত সাতজন আহত হন। বিভিন্ন স্থাপনা ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। হিজবুল্লাহর নতুন নেতা নাইম কাশেম বলেছেন, তাদের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব অটুট রয়েছে। যেসব পদে শূন্যতা সৃষ্টি হয়েছিল, সেগুলো পূরণ করা হয়েছে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতের অন্তত ১০টি স্থানে বোমা হামলা চালায় আইডিএফ।

আরেক খবরে বলা হয়, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা ও ক্র্যায়ট এলাকায় মঙ্গলবার রকেট ছুড়ে হিজবুল্লাহ। আইডিএফ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত ৮৫টি রকেট ধ্বংস করেছে। তবে কয়েকটি সরাসরি আঘাত হানে। আরও ২০টি ক্ষেপণাস্ত্র লেবানন-ইসরায়েলের সীমান্ত ক্রসিং এলাকায় ছোড়ে হিজবুল্লাহ।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেফ বোরেল জানান, লেবাননের পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, লেবাননের ২০ শতাংশ মানুষ এখন বাস্তুচ্যুত। লেবানন সরকারের তথ্য অনুযায়ী, এ সংখ্যা ১ লাখের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও সতর্ক করে বলেছে, লেবাননের বাস্তুচ্যুতরা ঘনবসতিপূর্ণ স্থানে বসবাস করায় সংক্রামক রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। তারা ডায়রিয়া, হেপাটাইটিস এ-এর মতো রোগের প্রাদুর্ভাবের শঙ্কা প্রকাশ করেন। এদিকে লেবাননের পাশাপাশি মঙ্গলবার ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে। সেখানে এক দিনে নারী-শিশুসহ আরও ৪৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলা হয়েছে। মধ্যগাজায় বিমান হামলায় অন্তত ৩০ ফিলিস্তিনি নিহত হন। উল্লেখ্য, গত ৭ অক্টোবরের পর গাজায় মৃতের সংখ্যা ৪১ হাজার ৯৬৫ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ৯৭ হাজার ৫৯০ জন। নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। জাবালিয়ায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে ইসরায়েলি সামরিক বাহিনী।

নেতানিয়াহুর হুঁশিয়ারি : ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের জনগণের উদ্দেশে বলেছেন, তারা যেন গাজার মতো ধ্বংস ও দুর্ভোগ এড়াতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে বিতাড়িত করে। ইসরায়েল হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের চলমান স্থল অভিযানের ব্যাপকতা আরও বৃদ্ধির পর মঙ্গলবার নেতানিয়াহু এ হুঁশিয়ারি দিয়েছেন।

লেবানন সীমান্তে ইসরায়েলি কপ্টার বিধ্বস্ত : সিরিয়ার দক্ষিণে লেবানন সীমান্তের কাছে বেইত জিনে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলি মিডিয়া গতকাল এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে যে, সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সর্বশেষ খবর