ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলাকে ঘিরে চলছে দুর্ঘটনার পর দুর্ঘটনা। গত ১৩ জানুয়ারি এই মেলা শুরু হয়েছে, এবং চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনই লাখো মানুষ পুণ্য লাভের আশায় জমায়েত হচ্ছেন কুম্ভ মেলায়। মেলা শুরুর কয়েকদিন পরেই ১৯ জানুয়ারি মেলা প্রাঙ্গণে সেক্টর-১৯-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পুড়ে ছাই হয়ে যায় ১৮০টি তাঁবু। ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন প্রয়াগরাজে তিন নদীর মিলনস্থলে পুণ্যস্নানের সময় হুড়োহুড়িতে পদপৃষ্টের ঘটনা ঘটে, তাতে ৩০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় অর্ধশতাধিকের বেশি মানুষ। গত ৭ ফেব্রুয়ারি কুম্ভ মেলা প্রাঙ্গণের সেক্টর-১৮ এলাকায় হরিহরা নন্দ ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায় পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গত শনিবার প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। নিহতরা সবাই নারী এবং তারা সবাই ছত্তিশগড় থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় যাচ্ছিলেন। ওই সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এদিনই মহাকুম্ভ এলাকার ১৯ নম্বর সেক্টরের একটি আশ্রমে আগুন লেগে সাতটি তাঁবু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঘটে দুর্ঘটনা। এ দুর্ঘটনাস্থল ছিল দিল্লি রেলওয়ে স্টেশন। কুম্ভ মেলায় অংশ নিতে যাওয়ার জন্য ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে ১৫ ফেব্রুয়ারি রাতে প্রাণ গেছে ১৮ জনের। নিহতদের মধ্যে পুরুষ, নারী ছাড়াও রয়েছে কয়েকটি শিশু। জানা গেছে, মেলাকে ঘিরে বিপুল মানুষের সমাগম ঘটায় নানা অব্যবস্থার কারণে এমন ঘটনা ঘটছে।
শিরোনাম
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী