ভারতের প্রয়াগরাজে কুম্ভ মেলাকে ঘিরে চলছে দুর্ঘটনার পর দুর্ঘটনা। গত ১৩ জানুয়ারি এই মেলা শুরু হয়েছে, এবং চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিনই লাখো মানুষ পুণ্য লাভের আশায় জমায়েত হচ্ছেন কুম্ভ মেলায়। মেলা শুরুর কয়েকদিন পরেই ১৯ জানুয়ারি মেলা প্রাঙ্গণে সেক্টর-১৯-এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় পুড়ে ছাই হয়ে যায় ১৮০টি তাঁবু। ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার দিন প্রয়াগরাজে তিন নদীর মিলনস্থলে পুণ্যস্নানের সময় হুড়োহুড়িতে পদপৃষ্টের ঘটনা ঘটে, তাতে ৩০ জনের মৃত্যু হয়। আহত হন প্রায় অর্ধশতাধিকের বেশি মানুষ। গত ৭ ফেব্রুয়ারি কুম্ভ মেলা প্রাঙ্গণের সেক্টর-১৮ এলাকায় হরিহরা নন্দ ক্যাম্পে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পুরো এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায় পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গত শনিবার প্রয়াগরাজ-মির্জাপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়। নিহতরা সবাই নারী এবং তারা সবাই ছত্তিশগড় থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে কুম্ভ মেলায় যাচ্ছিলেন। ওই সড়ক দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এদিনই মহাকুম্ভ এলাকার ১৯ নম্বর সেক্টরের একটি আশ্রমে আগুন লেগে সাতটি তাঁবু পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের ঘটে দুর্ঘটনা। এ দুর্ঘটনাস্থল ছিল দিল্লি রেলওয়ে স্টেশন। কুম্ভ মেলায় অংশ নিতে যাওয়ার জন্য ট্রেন ধরতে গিয়ে হুড়োহুড়িতে ১৫ ফেব্রুয়ারি রাতে প্রাণ গেছে ১৮ জনের। নিহতদের মধ্যে পুরুষ, নারী ছাড়াও রয়েছে কয়েকটি শিশু। জানা গেছে, মেলাকে ঘিরে বিপুল মানুষের সমাগম ঘটায় নানা অব্যবস্থার কারণে এমন ঘটনা ঘটছে।
শিরোনাম
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে বিএনপির দিনব্যাপী কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
- নেপালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির সমর্থকদের সঙ্গে জেন-জি’র সংঘর্ষ
- ওসি প্রদীপ ও লিয়াকতের মৃত্যুদণ্ড বহাল
- আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের পরিকল্পনা করছে পাকিস্তান
- দিনাজপুরে উন্নত জাতের ভুট্টার গবেষণার প্রদর্শনী মাঠ উদ্বোধন
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন