রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের রফিকুলের ছেলে ফরিদুল (৪০), ইসলাম নগর গ্রামের মো. তবারক হোসেনের ছেলে মো. রাব্বি (১৭) ও জমগ্রামের তৈয়বুর রহমানের ছেলে মো. লিটন (৩৫)। আহত শাহিনুরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটারা থানার এসআই হাসানুজ্জামান বলেন, নির্মাণাধীন ওই ভবনে কয়েক দিন ধরে শ্রমিকরা কাজ করছেন। গতকাল দুপুরে সেপটিক ট্যাংকের ভিতরে একে একে তিন শ্রমিক প্রবেশ করেন। কিন্তু তারা আর ওপরে উঠতে পারেনি। তাদের উদ্ধার করতে লিটনও ট্যাংকে প্রবেশ করে ওপরে উঠতে পারেননি। পরে ফায়ার সার্ভিস ও অন্য শ্রমিকদের সহযোগিতায় তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজন মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাস কিংবা বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।