২২ নভেম্বর, ২০১৯ ১৬:৩৯

গুজব ছড়ালে জরিমানা করতে আইন হচ্ছে: তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

গুজব ছড়ালে জরিমানা করতে আইন হচ্ছে: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব বা বিভ্রান্তি ছড়ালে ফেইসবুক, ইউটিউবসহ সার্ভিস প্রোভাইডারগুলোকে জরিমানা করার বিষয়ে অচিরেই আইন করা হচ্ছে।

সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে বিটিভির চট্টগ্রাম কেন্দ্র, চট্টগ্রামের টিভি ও ক্যামেরা জার্নালিস্টের যৌথ উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, 'আমরা বিধিমালা তৈরি করছি যাতে করে সামাজিক যোগাযোগের মাধ্যমে যদি গুজব ছড়ানো হয়, বিভ্রান্তি ছড়ানো হয়, অসত্য খবর ছড়ানো হয়, তাহলে ফেসবুক, ইউটিউব কর্তৃপক্ষকে অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের সার্ভিস প্রোভাইডারদেরকে জরিমানা করার বিধান করার জন্য, আমরা বিধিমালা সংশোধন করতে যাচ্ছি।'

আগামী জুলাইয়ের মধ্যে সব সম্প্রচার মাধ্যমকে ডিজিটালাইজড করা হবে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সম্প্রচার নীতিমালা তৈরি হলে টিভি সাংবাদিকদের আইনি সুরক্ষা দেয়া সম্ভব হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর