আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকার ও রাষ্ট্রপতির কাছে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা মোতাবেক খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছামতো চিকিৎসা নিতে দেশে-বিদেশে সুযোগ দেয়ার দাবি জানিয়েছিল জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
মঙ্গলবার এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোড অব ক্রিমিনাল প্রসিডিউরে একটা ধারা আছে, যেখানে সরকারের কাছে আবেদন করলে পরে সরকার সাজাটা কমিয়ে দিতে পারে। আরেকটি, যেটা সরকার নয়, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা।
বিডি-প্রতিদিন/বাজিত/মাহবুব