রংপুরের কবি-লেখকরা তাদের গল্পকথায় শিশুদের কাছে ১৫ আগস্টের শোকগাঁথা ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরলেন। বৃহস্পতিবার সকালে রংপুর নগরীর দেওডোবায় শিক্ষার্থী বান্ধব মানবতার স্কুল ‘বেগম রোকেয়া বিদ্যা নিকেতন’র কোমলমতি শিশুদের নিয়ে এ অনুষ্ঠান আয়োজন করে শতরঞ্জি নামে একটি লিটিলম্যাগ।
এসময় কোমলমতি শিশুদের বই, শিক্ষা উপকরণ এবং মানুষের মতো মানুষ হওয়ার শপথ পাঠ করান হয়। লিটলম্যাগের প্রকাশক সাকিল মাসুদের সার্বিক ব্যবস্থাপনায় শিশুদের হাতে বই, শিক্ষা উপকরণ উপহার বিতরণ ও শপথ পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন লেখক রেজাউল করিম মুকুল, সাংবাদিক ও লেখক আফতাব হোসেন, কবি এএসএম হাবিবুর রহমান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভাপতিত্ব করেন বেগম রোকেয়া বিদ্যা নিকেতনের অধ্যক্ষ বেলাল আহমেদ। এসময় সাহিত্যিক ও ইতিহাস লেখক রেজাউল করিম মুকুলের জন্মদিন উপলক্ষে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিডি প্রতিদিন/এমআই