মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সহস্রাধিক শহীদ মুক্তিযোদ্ধার পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন। বুধবার জেলা শহরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজম্মেল হক এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু যদি দেশে ফেরত না আসতেন তাহলে মুক্তিযোদ্ধাদের কাছে যেসব অস্ত্র ছিল সেসব অস্ত্র আমরা অন্য কারো কাছে সমর্পণ করতাম না। বঙ্গবন্ধু দেশে ফেরত এসেছিলেন বলেই আমাদের অস্ত্র জমা দিয়েছিলাম।
মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শেষ করার প্রস্তুতি নিয়েছি। সংসদ নির্বাচনের পর রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও বিভিন্ন সরকারি স্থাপনা বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করার জন্য আমরা ইতিমধ্যেই ডিসি ও ইউএনওদের নির্দেশ দিয়েছি।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে ও প্রকৌশলী মুজিবুর রহমান কাজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, শামসুন্নাহার ভূঁইয়া এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম শফিউল আজম, স্থানীয় সরকার বিভাগের গাজীপুরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক