আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পিয়াজ ও আলুর দাম নিয়ে যে সমস্যা হচ্ছে তা সাময়িক। এ সব নিয়ে নানাভাবে বিজ্ঞানীরা কাজ করছেন, সম্প্রসারণ বিভাগ কাজ করছে সরকারের পলিসি নিয়ে।
মঙ্গলবার সকালে দিনাজপুর সদর উপজেলার নশিপুরে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউজ প্রকল্প এলাকা পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আলুর দাম বৃদ্ধির বিষয়ে মন্ত্রী বলেন, চলতি বছর দেশে আলুর আবাদ কম হয়েছে। পাশাপাশি এবার বিপুল পরিমাণ আলু বিদেশে রফতানি হয়েছে। তাই দেশের বাজারে আলুর দাম বেড়েছে। তবে আলুর বীজের দাম গত বছরের মতোই থাকবে। কৃষকরা কম দামে আলুর বীজ পাবেন। এ ছাড়া, বাংলাদেশের আলুর উৎপাদন দেখে বিভিন্ন বড় বড় কোম্পানি দেশে কাজ করার আগ্রহ দেখিয়েছে। এতে কৃষকরা আরও লাভবান হবেন।
ভারত থেকে ডিম আমদানির বিষয়ে তিনি বলেন, ‘ইতোপূর্বে কয়েক বছরে দেশে পোল্ট্রি শিল্প ক্ষতির মুখে ছিল। সে সময় খামারিরা ডিম বিক্রি করে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কিন্তু চলতি বছর ডিমের দাম বেশি পাওয়ায় এবার খামারিরা লাভবান হচ্ছেন। কিন্তু ডিমের দাম অত্যধিক বাড়িয়ে দিয়ে খামারিদের লাভবান হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সরকার দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু তাতেও দাম না কমায় ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরে কৃষিমন্ত্রী ইনস্টিটিউটের হল রুমে বার্ষিক গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এমপি মনোরঞ্জনশীল গোপাল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া।
বিডি প্রতিদিন/হিমেল