৭ মার্চ, ২০২৪ ১৬:২৯

বিদ্যুতের দামের প্রভাব পড়বে না কৃষকের ওপর : খাদ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

বিদ্যুতের দামের প্রভাব পড়বে না কৃষকের ওপর : খাদ্যমন্ত্রী

বিদ্যুতের বাড়তি দামের প্রভাব কৃষকের ওপর পড়বে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘ভর্তুকি মূল্যেই জমিতে বিদ্যুতের সেচ সুবিধা পায় কৃষক। ফলে বিদ্যুতের দাম বাড়ায় কৃষকের ওপর কোনো প্রভাব পড়বে না।’

বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার কৃষিবান্ধব উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নয়নে এবং কৃষির সুবিধায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করছে।’

এ সময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন, মহা-পরিচালক শাখাওয়াত হোসেনসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর