বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি) নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই দলের আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।
নতুন দলের ঘোষণা দিয়ে দলটির চেয়ারম্যান মো. আব্দুল কাদের বলেন, গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি (বিডিপিপি) সব সময় জনগণের কল্যাণে কাজ করে যাবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিপিপির কো-চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম খান রনো, মহাসচিব মো. হারুন অর রশিদ, প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট জসিম উদ্দিন, মো. আতিকুর রহমান, মাহফুজা বেগম, জান্নাতুল ফেরদৌসসহ বিভিন্ন জেলা থেকে আসা দলটির নেতারা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন