বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণ দেশে বিভক্তি দেখতে চায় না। তারা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চায়।
আজ সকালে ইলহাম কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুতুবদিয়া উপজেলার শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি, ইউনিট সভাপতি-সেক্রেটারিদের নিয়ে দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।
উপজেলা আমীর ও সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরীর সভাপতিত্ত্ব অনুষ্ঠিত সমাবেশে তিনি আরো বলেন, ফ্যাসিবাদ ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ শামিল হয়েছিল। আন্দোলনের নেতৃত্বের কৃতিত্ব যুবসমাজের। যাদের জীবনের বিনিময়ে দেশবাসী জুলুম থেকে মুক্তি পেয়েছে, সেই সব বীর শহীদদেরকে জামায়াতে ইসলামী দলীয়ভাবে বিবেচনা করে না। তারা জাতীয় বীর।
সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুতুবদিয়া উপজেলা উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আমিন, অর্থ সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, অফিস সম্পাদক মাষ্টার হাবিব উল্লাহ, বড়ঘোপ ইউনিয়নের সেক্রেটারী শামসুল আলম, অর্থ সম্পাদক আহমদ নূর, কুতুবদিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনছুর আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল