বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সংস্কারের কথা বলে আর কালক্ষেপণ করবেন না৷ প্রয়োজনীয় সংস্কার শেষে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে দেশের জনগণকে আশ্বস্ত করুন।
তিনি বলেন, বিএনপি সর্বোতভাবে এ সরকারকে সহযোগীতা করে যাচ্ছে। আর ষড়যন্ত্রমূলক অন্য কোন রাজনৈতিক ফায়দা দেশি-বিদেশি চক্রান্তে যদি কোন কিছুর মতলব থাকে তাহলে বুকের তাজা রক্ত দিয়ে যেভাবে এই ৫ ই আগস্ট দেশ নতুন করে স্বাধীন করেছিল সেভাবেই সকল ষড়যন্ত্র নৎসাৎ করার ক্ষমতা এদেশের জনগণের আছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারী) বিকেলে মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গনে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি এম নাসের রহমান,আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
সমাবেশ শুরুর আগে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে বিএনপির শত শত নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেয়। এক পর্যায়ে সমাবেশটি জনসমাবেশ পরিণত হয়।
বিডি প্রতিদিন/হিমেল