যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। তাই বউ পিটিয়ে নামমাত্র সাজা পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিষেক গাট্টানি।
৩৮ বছর বয়সী অভিষেকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী নেহা রাস্তোগি। অ্যাপল–এ কর্মরত নেহার দাবি গত ১০ বছর ধরে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে অভিষেক। গত বছর ১৭ মে তাঁদের দু’বছরের কন্যার সামনেই তাঁকে মারধর করতে শুরু করেন অভিষেক। চলতে থাকে গালি গালাজ। বুদ্ধি করে নিজের ফোনে গোটা ব্যাপারটি রেকর্ড করেন তিনি। পরে সেটি পুলিশের কাছে নিয়ে যান।
অভিষেকের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ দায়েরের পাশাপাশি বিবাহ বিচ্ছেদের জন্যও আবেদন করেন নেহা। গত বৃহস্পতিবার আদালতে শুনানি চলাকালীন তিনি বলেন, ‘আমার ওপর যেভাবে শারীরিক নির্যাতন চালানো হয়েছে তা সন্ত্রাসের সমান। সব সময় ভয়ে কুঁকড়ে থাকতাম। দিনের পর দিন অসম্ভব যন্ত্রণায় ভুগেছি। অপমান ও শারীরিক নির্যাতন সহ্য করেছি। মেয়ে এবং নিজের নিরাপত্তার কথা ভেবে আতঙ্কে সারাক্ষণ আতঙ্কে ভুগতাম।’
মার্কিন মুলুকে পারিবারিক হিংসার সাজা গুরুতর। কিন্তু স্ত্রীর অভিযোগকে চ্যালেঞ্জ না জানানোয়, মাত্র এক মাসের সাজা হয়েছে অভিষেকের। তারপর ছাড়া পেয়ে সপ্তাহান্তে জেল কর্তৃপক্ষকে দিনে আট ঘণ্টার কায়িক শ্রম দেওয়া ছাড়া আর কোনও দায় থাকবে না তার। এর আগে ২০১৩ সালেও অভিষেকের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন নেহা। কিন্তু আমেরিকা ছাড়া করলে পাছে স্বামীর ক্যারিয়ারে প্রভাব পড়ে, তাই সেবার পিছিয়ে আসেন তিনি।
বিডি প্রতিদিন/ ২০ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২