১৭ মে, ২০১৯ ০৫:০৪

ব্যক্তির পেটে ১১৬ পেরেক, অতঃপর...

অনলাইন ডেস্ক

ব্যক্তির পেটে ১১৬ পেরেক, অতঃপর...

সংগৃহীত ছবি

ভারতের রাজস্থানে ভোলা শঙ্কর নামে ৪২ বছর বয়সী এক ব্যক্তির পেটে অস্ত্রোপচারের পর ১১৬টি পেরেক বের করেছেন চিকিৎসকরা। এসময় লোহার তার ও পাতও বের করা হয়। দেড় ঘণ্টা ধরে অপারেশনের পর এসব ধাতব বস্তু বের করা হয়।

এ ব্যাপারে চিকিৎসক ড. অনিল সাইনি জানান, পেটের পীড়া নিয়ে ভোলা শঙ্কর নামে ওই ব্যক্তি গত রবিবার আমাদের কাছে আসেন। প্রথমে এক্স-রে করে ওই রোগীর পেটে পেরেক জাতীয় বস্তুর উপস্থিত টের পাওয়া যায়। নিশ্চিত হতে তাকে সিটি স্ক্যান করতে বলা হয়। সেই রিপোর্টেই সব পরিষ্কার হয়ে যায়।

স্থানীয় বুন্দি সরকারি হাসপাতালের এ চিকিৎসক আরো বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে অপারেশনের পর ১১৬টি পেরেকসহ আরো কিছু ধাতব বস্তু ওই ব্যক্তির পেট থেকে বের করা হয়েছে। পেরেকগুলো দৈর্ঘ্যে ৬.৫ সেন্টিমিটার।

অপারেশনের পর ভোলা শঙ্কর সুস্থ আছেন, স্বাভাবিকভাবেই কথাবার্তা চালিয়ে যাচ্ছেন বলেও জানান ড. অনিল সাইনি।

কিন্তু কিভাবে এসব পেরেক তার পেটে গেলো সে বিষয়ে পরিবারের লোকজনও কিছু বলতে পরেননি।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর