৭ মে, ২০২১ ১৫:৫৪

রীতি ভেঙে স্বামীকে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে, অতঃপর..!

অনলাইন ডেস্ক

রীতি ভেঙে স্বামীকে মঙ্গলসূত্র পরিয়ে বিয়ে, অতঃপর..!

তনুজা পাটিল এবং শার্দুল কদম তাদের ভালো লাগার সম্পর্ককে স্বীকৃতি দিতে মহামারী করোনার প্রথম ঢেউ শেষ হওয়ার পরপরই বিয়ের পরিকল্পনা করেন। তারা চেয়েছিলেন বিয়েতে ভিন্নতা আনতে। 

ভারতীয় বিয়ের শত বছরের রীতিতে প্রচলন রয়েছে পিতৃতান্ত্রিকতার। শার্দুল সেই রীতি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। তার মতে, সনাতন ধর্মের বিয়েতে শুধু নারীকেই কেন মঙ্গলসূত্র পরতে হবে? খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

নারীকে মঙ্গলসূত্র না পরিয়ে পুরুষকে মঙ্গলসূত্র পরানোর প্রস্তাব দেন শার্দুল। তিনি বলেন যে, বিয়েতে তারা একে অপরকে মঙ্গলসূত্র পরিয়ে দেবেন। এতে শার্দুলের পরিবার অবাক হয়ে যায়। কিন্তু নাছোড়াবান্দা শার্দুল ঠিকই মঙ্গলসূত্র পরে বিয়ে করেছেন। আর বিয়ের পরও তা গলায় ঝুলিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন।

জানা যায়, চার বছর প্রেম করার পর ২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মুম্বাইয়ের এই জুটি। শার্দুল নিজেকে ‘হার্ডকোর ফেমেনিস্ট’ বলে দাবি করেন। তার ভাষায়, একপাক্ষিক এই রীতির ‘কোনও অর্থ নেই’।

শার্দুল বলেন, সাতপাক হওয়ার পর তনুজা এবং আমি একে অপরের গলায় মঙ্গলসূত্র বেঁধেছি। তখন আমার খুব আনন্দ হচ্ছিল। কিন্তু শার্দুলের এমন কাজের কারণে অনেকের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। 

এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা এবং ট্রলের শিকার হতে হয়েছে। এই দম্পতি বলেন, মানুষজন বলতে শুরু করে যে ‘এখন শাড়ি পরো?’ এমনকি পরিচিতরাও ট্রল করে। এরপরও সিদ্ধান্তে অনড় শার্দুল।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর