৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:৩৩

এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর ববি

অনলাইন ডেস্ক

এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী কুকুর ববি

বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক কুকুরের খেতাব নিজের করে নিয়েছে পর্তুগালের কুকুর ববি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ৩০ বছর বয়সী কুকুরটিকে এই স্বীকৃতি দিয়েছে।

এর মধ্য দিয়ে এক শতাব্দির রেকর্ড ভেঙেছে ববি।

সাধারণত এই ধরনের কুকুর ১২ থেকে ১৪ বছর বাঁচলেও ববি দিব্যি ৩০ বছর বেঁচে আছে।

এর আগে সবচেয়ে বেশি বছর বাঁচা কুকুরের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার ব্লুয়ির দখলে। ১৯৩৯ সালে মারা যাওয়া কুকুরটি বেঁচেছিল ২৯ বছর ৫ মাস।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ববির বয়স ছিল ৩০ বছর ২২৬ দিন।

 

সূত্র: বিবিসি


বিডি প্রতিবেদন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর