তাপমাত্রার চরম অবনমন যাকে বলে। ঠাণ্ডা পানি নয় গরম পানি ছুড়ে দিলেও নিমিষেই তা বরফে পরিণত হচ্ছে। আর এমন ঘটনা প্রত্যক্ষ করেছেন ৪৯ বছর বয়সী লাউরি আনটামো নামরে এক পর্যট।
তিনি বন্ধুদের সাথে দক্ষিণ ফিনল্যান্ড থেকে নতুন বছরের ছুটিতে ফিনিশ ল্যাপল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন। আর সেখানে পেয়ে যান মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দেখা।
ওই পর্যটক জানান, ফেসবুক এবং ইউটিউবে এমন ভিডিও তিনি দেখেছেন। তবে বিশ্বাস করেননি। কিন্তু এবার মাইনাস ৩০ ডিগ্রি তাপমাত্রায় গরম পানি ছুড়ে সাথে সাথে এমন বরফ হতে দেখে নিজেই মুগ্ধ বনে গেছেন।
তিনি বলেন, ‘পানি গরম করে কেবিন থেকে বাইরে গেলাম। গরম পানি আকাশে ছুড়তেই তা বরফে পরিণত হয়ে নিচের দিকে পড়তে থাকল।’
নর্ডিক দেশগুলোতে গত কয়েকদিন ধরে ভয়াবহ ঠাণ্ডা পড়ছে। গত ২৫ বছরের মধ্যে এখানে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৪৪.৩ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল