চীনের লেই উঝে নামে এক ব্যক্তি তার তিন বছরের ছেলেকে হারিয়েছিলেন ২০০১ সালে। ছেলেকে ফিরে পেতে তিনি চষে ফেলেছেন গোটা দেশ, দেখা করেছেন ৩০০-রও বেশি পুলিশের সঙ্গে, হাতে ছিল ২ হাজারের বেশি সূত্র লেখা একটি খাতা। এই দীর্ঘ পথ চলায় তিনি খরচ করেছেন এক মিলিয়ন ইউয়ান।
ছেলের নাম চুয়ানচুয়ান। ২০২৩ সালের জুনে পুলিশ অবশেষে তাকে খুঁজে পায় দক্ষিণ-পূর্ব চীনের শেনজেনে। তখন চুয়ানচুয়ান বিশ্ববিদ্যালয় শেষ করে মার্কেটিং পেশায় কাজ করছিলেন।
ছেলেকে ফিরে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত লেই উঝে ছেলের জন্য একটি পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু ছেলে চুয়ানচুয়ান জনসমক্ষে আসতে না চাইলে তা বাতিল করতে হয়। পরে পুরো পরিবার শেনজেনে গিয়ে থানায় ছেলের সঙ্গে দেখা করেন। তবে ছেলেটি জন্মদাতা পরিবারের সঙ্গে ফেরার প্রস্তাবে সাড়া দেননি।
এরপরও লেই উঝে আশা ছাড়েননি। তিনি ছেলের সঙ্গে যোগাযোগ রাখতেন অনলাইনে। ছেলের পালক পরিবার ধনী ও স্নেহময়। এসব সত্ত্বেও লেই উঝে চেয়েছিলেন চুয়ানচুয়ান যেন তাকে ‘বাবা’ বলে ডাকেন এবং তার পাঠানো বই পড়ে মতামত জানায়।
তবে এই আবদার ছেলে চুয়ানচুয়ানের কাছে অতিরিক্ত চাপ মনে হয়। সে বলে, ‘আমাকে জোর কোরো না।’ সে জানায়, তার জীবন, বন্ধু আর চাকরি সবই শেনজেনে—সেখান থেকে এখন সরতে চায় না।
এরপর ছেলে চুয়ানচুয়ান ২০২৪ সালের মার্চে তার বাবাকে ব্লক করে দেয় অনলাইনে। তবুও বাবা লেই উঝে ভেঙে পড়েননি। ছেলের জন্মদিনে একটি ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে জানান, হয়তো তার ভালোবাসা তার জন্য দমবন্ধকর অবস্থা তৈরি করেছে।
সম্প্রতি জানা গেছে, বাবা-ছেলের মধ্যে আবার সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ শুরু হয়েছে। লেই উঝে এখন নিজের আর্থিক অবস্থার উন্নতি ঘটিয়ে ছেলের কাছে পৌঁছাতে চান। দীর্ঘ খোঁজে ফিরে পাওয়া ছেলের ভালোবাসা না পেলেও তিনি এখনও আশাবাদী—একদিন হয়তো হৃদয়ের দূরত্বটা কমে আসবে।
বিডিপ্রতিদিন/কবিরুল