শুরু হয়েছে দ্বিতীয় দফায় সারাদেশে ৬৩৯টি ইউনিয়ন পরিষদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে একটানা বিকেল ৪ টা পর্যন্ত।
বিশেষ করে গত ২২ মার্চ প্রথম দফার নির্বাচনে কেন্দ্র দখল, জালভোট প্রদান, ব্যালট ছিনতাই ও সহিংসতায় কমপক্ষে ১২ জন নিহত হওয়ার পর প্রার্থীসহ সাধারণ ভোটারদের মধ্যে এখন বিরাজ করছে ভয়-আতঙ্ক আর উৎকণ্ঠা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের নিরাপত্তায় মাঠে থাকবে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশঙ্খলা বাহিনীর প্রায় পৌনে দুই লাখ সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে ২০ জন পুলিশ ও আনসার সদস্য। দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনে ৬৩৯ ইউপিতে ২ হাজার ৬৬২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ২১ হাজার ২৫৯ জন সাধারণ সদস্য ও ৬ হাজার ৪৯৮ জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী রয়েছেন।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন