বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়না জারিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বেলা ১২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, যে নেত্রী দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সংগ্রাম করছেন। অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সময়ে নতি স্বীকার করেননি- তার বিরুদ্ধে এমন পরোয়ানা হাস্যকর।
তিনি এ মামলাকে মিথ্যা দাবি করে বলেন, এ সরকার গণবিচ্ছন্ন। আমরা এ গ্রেফতারি পরোয়ানার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ ১৬/ সালাহ উদ্দীন