মা-বাবার অবর্তমানে অটিস্টিক শিশুদের সব ধরনের দায়িত্ব সরকার নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ট্রাস্ট ফান্ড গঠন করে তাদের জন্য স্থায়ীভাবে এমন কিছু করতে চাই, যাতে সরকারের পরিবর্তন হলেও তা বন্ধ না হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধী শিশুদের জন্য সব থেকে কষ্ট করেন মা-বাবা। তারা যখন থাকবেন না তখন তাদের কী হবে? তাদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে চাই। তাদেরকে কেউ যাতে অবহেলা না করে।’
তিনি বলেন, ‘অটিজমসহ সব ধরনের প্রতিবন্ধী শিশুদেরও মেধা ও যোগ্যতা প্রকাশের অধিকার আছে। তাদেরকে সেই সুযোগ দিতে হবে। প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধী শিশুরা সুযোগ পেলে অনেক কিছু করতে পারে।’
এসময় অটিস্টিকসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগের জন্য বেসরকারি সংস্থার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল, ২০১৬/মাহবুব