সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়েছে। একটানা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন দেশের ৮ হাজার ৫৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী।
এদিকে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করবেন।
গত বছরের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২২৮টি। দেশের বাইরে ৭টি কেন্দ্রে মোট ২৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।
দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পালসি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নাই এমন প্রতিবন্ধী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবে। এমন শিক্ষার্থীদের জন্য পরীক্ষায় অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে। এছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের (অটিস্টিক এবং সেরিব্রাল পালসি আক্রান্ত) পরীক্ষায় ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব