রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতায় মামলায় আগামী মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী সানাউল্লাহ মিয়া রবিবার বাংলাদেশ প্রতিদিনকে একথা জানান। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই তিনি মঙ্গলবার সকাল ১০টা অথবা সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।
এদিকে, বিএনপির একটি সূত্র জানায়, গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার রাতে দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া। ওই বৈঠকের পরই তিনি আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।
এর আগে ২৯ মার্চ আদালতে হাজির না হওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা।
খালেদা জিয়া ছাড়া অন্য যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম-মহাসচিব বরকত উল্লা বুলু, সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, হাবিব-উন-নবী খান সোহেল, সালাউদ্দিন আহমেদ ও তার ছেলে তানভীর আহমেদ, সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, সাবেক কমিশনার এম এ কাইয়ুম, নবী উল্লাহ নবী প্রমুখ।
এ মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমান, রুহুল কবির রিজভী, চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও সেলিম ভুইয়া জামিনে আছেন।
গত বছরের ৬ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে খালেদা জিয়াসহ ২৮ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করে পুলিশ। এরপর আদালত অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারির আদেশ দেন। একইসঙ্গে আগামী ২৭ এপ্রিল পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। এ মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামে এক যাত্রী। ওই ঘটনায় ২৪ জানুয়ারি বিকালে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করে যাত্রাবাড়ী থানার পুলিশ।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল, ২০১৬/মাহবুব