আগামীকাল সোমবার বেলা ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন। এতে জিএম কাদের ছাড়াও দলের মহাসচিব ও মুখপাত্র এবিএম রুহুল আমীন হাওলাদারের অংশ নেওয়ার কথা রয়েছে।
জানা গেছে, জাতীয় পার্টির কাউন্সিল নিয়েই মূলত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ভেন্যু না পাওয়ায় বেশ কয়েকবার সম্ভাব্য তারিখ দিয়েও সম্মেলনের দিনক্ষণ ঠিক করা যায়নি। এখন কবে, কখন হবে কাউন্সিল তা নিয়েই কথা বলবেন দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের ও দলের মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার।
জাতীয় জিএম কাদের পার্টির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। আর ওই কমিটির সদস্য সচিব হিসেবে আছেন দলের মহাসচিব রুহুল আমীন হাওলাদার।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ