এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সারাদেশে ১২ হাজার ৮৮৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের জন্য ৪৩ পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছে। সবচেয়ে বেশি বহিস্কার হয়েছে কারিগরি বোর্ডে। এই বোর্ডের অধীনে ৩২ জন বহিস্কার হয়েছে।
এদিকে সবচেয়ে বেশি অনুপস্থিত ছিল ঢাকা বোর্ডে। এই বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিল ২ হাজার ১৬৯ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যে জানা গেছে, প্রথমদিনে ৪ হাজার ৪৪৯ কেন্দ্রে ১০ লাখ ৩১ হাজার ৫৩ জনের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু প্রথম দিন অংশ নিয়েছে ১০ লাখ ১৮ হাজার ১৬৬ জন। অনুপস্থিত ছিল ১২ হাজার ৮৮৭ জন।
ঢাকা বোর্ডে ২ লাখ ৮২ হাজার ২০৩ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৮০ হাজার ৩৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ১৬৯ জন।
চট্টগ্রাম বোর্ডে ৭২ হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭১ হাজার ৭২১ জন। অনুপস্থিত ছিল ৮৫৭ জন।
রাজশাহী বোর্ডে ১ লাখ ৩ হাজার ৭৭৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ৫০১ জন। অনুপস্থিত ছিল ১২৭৬ জন।
বরিশাল বোর্ডে ৫৪ হাজার ৫৪২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৩ হাজার ৮৭১ জন। অনুপস্থিত ছিল ৬৭১ জন।
সিলেট বোর্ডে ৫৫ হাজার ৮৬৪ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৫ হাজার ১২৭ জন। অনুপস্থিত ছিল ৭৩৭ জন।
দিনাজপুর বোর্ডে ৯০ হাজার ৭২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ২৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৪৮ জন।
কুমিল্লা বোর্ডে ৯১ হাজার ৬৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৬২২ জন। অনুপস্থিত ছিল ১৪৪৫ জন।
যশোর বোর্ডে ৯৭ হাজার ৭১৩ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯৬ হাজার ৩৫৫ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩৫৮ জন।
কারিগরী বোর্ডে ৯২ হাজার ১২৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৯০ হাজার ৬৩৮ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৪৮৮ জন।
মাদ্রাসা বোর্ডে ৮৭ হাজার ৪০ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ২৪৪ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৭৯৬ জন।
ডিআইবিএস (ঢাকা) বোর্ডে ৪ হাজার ১৭ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ২৯ জন। অনুপস্থিত ছিল ৪২ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশের মোট ৮ হাজার ৫৩৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ লাখ ১৮ হাজার ৬২৮ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন এবং ছাত্রী ৫ লাখ ৬৬ হাজার ৫১৪ জন। ২০১৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। এ বছর বেড়েছে এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন। শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২২৮ টি। মোট কেন্দ্র বেড়েছে ৩৩টি। এ বছর বিদেশে সাতটি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৬২ জন পরীক্ষার্থী।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ