অতিরিক্ত পুলিশ সুপার থেকে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার (এসপি) হয়েছেন ৭০ জন কর্মকর্তা।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিছু দিন আগেও পুলিশ বিভাগে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদের পদোন্নাতি হয়েছিল।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল, ২০১৬/মাহবুব