পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৫৬ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) পদমর্যাদার ৭০ কর্মকর্তাকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সুরাইয়া পারভীন শেলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদন্নোতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, কিছু দিন আগেও পুলিশ বিভাগে অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদের পদোন্নতি হয়েছিল।
বিডি-প্রতিদিন/০৫ এপ্রিল ২০১৬/ এস আহমেদ