আগুনে পোড়া রোগীকে সেবা দিতে পর্যায়ক্রমে দেশের সব হাসপাতালে একটি করে বার্ন ইউনিট প্রতিষ্ঠা করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে রাজধানীর চানখাঁরপুলে ‘শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের’ ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ঐতিহ্যের নামে হাসপাতালের পুরাতন ভবন রাখা যাবে না। এগুলো ভেঙে নতুন, আধুনিক ও যুগোপযোগী ভবন তৈরি করা হবে। মানুষের উপকারের জন্য যা যা প্রয়োজন তাই করা হবে।
শেখ হাসিনা বলেন, চট্টগ্রাম ও রাজশাহীতে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে। নতুন নতুন যেসব রোগ দেখা দিচ্ছে এসব বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা করা হবে।
মাথাপিছু আয় এবং জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনীতির ভিত্তি এখন মজবুত। দেশের মানুষ না খেয়ে থাকবে না, বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না।
তিনি আরও বলেন, দেশের উন্নতি হয়েছে, আরো হবে। কারো কাছে হাত পেতে নয়, বিশ্বে মাথা উঁচু করে সম্মানের সঙ্গে চলবে।
বিডি-প্রতিদিন/০৬ এপ্রিল, ২০১৬/মাহবুব