দেশে বাসাবাড়িতে কাজে নিযুক্ত ৫৩ দশমিক ৭ শতাংশ শিশু নানাভাবে নির্যাতনের শিকার হয় বলে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। এছাড়া তাদের ৫৭ শতাংশ মানসিক নির্যাতনের শিকার বলেও প্রতিবেদনে বলা হয়। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
'গোপন দাসত্ব: শিশু গৃহ শ্রমিক' শীর্ষক এ গবেষণা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ আ ম স আরেফিন সিদ্দিক। গ্লোবাল মার্চ, এডুকো, মানুষের জন্য, বিএসএএফ, তেরে দেস হোমস, ওয়ার্ল্ড ভিশনের যৌথ উদ্যোগে গবেষণাটি করা হয়।
বিডি-প্রতিদিন/৬ এপ্রিল ২০১৬/শরীফ