প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দক্ষিণ এশিয়াকে আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করতে চাই। আমাদের সমস্যা প্রায় একই রকম, তাই সমাধানও প্রায়ই একই রকম হবে। এজন্য আমাদের সবাইকে একযোগে কাজ করা প্রয়োজন।’
বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তৃতীয় সার্ক কৃষিমন্ত্রী সম্মেলনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
সার্ক সিড ব্যাংক ও ফুড ব্যাংক প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, কোনো দুর্যোগ-দুর্বিপাকে আমরা যেন একে অপরের সহযোগিতা করতে পারি, সেজন্য সার্ক সিড ব্যাংক এবং ফুড ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বিডি-প্রতিদিন/ ০৭ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন