কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, আজ শনিবার সকাল ১১টার দিকে দমদমিয়া বিওপি চৌকির একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা জাদীমুড়া নাফ নদীর কিনারায় অভিযানে যায়। এ সময় ইয়াবা পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে সেখান থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে, একইদিন ভোরে একই বিওপি চৌকির অপর একটি টিম ইয়াবার চালান আসার গোপন সংবাদে হ্নীলা মুচনী নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পাচারকারীরা পালিয়ে যায়। তবে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা বলে জানা যায়।
বিডি-প্রতিদিন/৯ এপ্রিল ২০১৬/শরীফ