গণতন্ত্রের পথকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের পরিণতি ভালো হয় না বলে মন্তব্য জাতীয় পার্টি (জেপি)’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।
শনিবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জেপির ‘ত্রি-বার্ষিক কাউন্সিল-২০১৬’ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ‘কাউকে জোর করে নির্বাচনে আনা যায় না। কিন্তু বহু কষ্টে অর্জিত নির্বাচনকে যারা রক্তাক্ত করতে চায়, বাধাগ্রস্ত করতে চায়, তাদের সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে হবে।’
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘যারা মনে করেন, ভয়-ভীতি দেখানো হবে, তারা আহাম্মকের স্বর্গে বসবাস করে। মনে রাখতে হবে, আজকে যারা এখানে এসেছে, তারা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে, মার্শাল ল’র বিরুদ্ধে সংগ্রাম করে এখানে এসেছে।’
তিনি বলেন, ‘আজকে গণতন্ত্রের পথ হয়তো বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। কিন্তু যখন এটা সীমা অতিক্রম করে ফেলবে, বৃহত্তর জনগোষ্ঠীর কাছে ও সুশীল সমাজের কাছে অসহনীয় হয়ে উঠবে, তখন সেটা অনিবার্য হয়ে পড়বে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণ আজাদী লীগের সাধারণ সম্পাদক এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার প্রমুখ।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৬/মাহবুব