একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানি ফের পিছিয়ে আগামী ০৩ মে পুনর্নির্ধারণ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে।
আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ধার্য করেন।
বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আদালতে নিজামীর পক্ষে সময় আবেদন করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে গত ৩ এপ্রিল নিজামীর অন্যতম আইনজীবী এস এম শাহজাহান রিভিউ আবেদন শুনানির জন্য ছয় সপ্তাহ সময় চাইলে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ শুনানি এক সপ্তাহ মঞ্জুর করে এদিন ধার্য করেন।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/মাহবুব