দুর্নীতির মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এই রায়ের ফলে মন্ত্রী মায়ার ১৩ বছর কারাদণ্ডের সাজা বহাল থাকলো।
প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন বেঞ্চ রোববার এ আদেশ দেন। এদিকে সাজা বহাল থাকায় মায়ার মন্ত্রিত্বে থাকা না থাকার বিষয়টি সামনে উঠে এসেছে। এর আগে আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরই মায়ার সংসদ সদস্য পদে বহাল থাকা নিয়ে সাংবিধানিক প্রশ্ন আসে।
এ ব্যাপারে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
উল্লেখ্য, জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৩ই জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক নূরুল আলম সূত্রাপুর থানায় মায়ার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন। এ মামলায় পরের বছর ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত দুটি ধারায় মায়াকে মোট ১৩ বছরের কারাদণ্ড দেন। একইসঙ্গে ৫ কোটি টাকা জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৬/ হিমেল-০৯