ব্যাচভিত্তিক নিয়োগের দাবিতে ৭ম দিনের মতো অবস্থান ধর্মঘট পালন করছেন বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন ও বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটি'র ধর্মঘট চলছে। আজ এ ধর্মঘটের ৭ দিন চলছে।
জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান করে তারা এ ধর্মঘট পালন করছে। এ ব্যাপারে সংগঠনের সভাপতি রাজীব কুমার বিশ্বাস বলেন, 'আগামী ১৬ এপ্রিল পর্যন্ত আমরা কর্মসূচির পরিকল্পনা করেছি। এরপর ফের নতুন কমর্সূচি গ্রহণ করা হবে।'
আগামীকাল সোমবার সকাল ১০টায় লাগাতার অবস্থান ধর্মঘট থেকে প্রধানমন্ত্রীর স্বাক্ষাৎ চেয়ে তার কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা পালনের কর্মসূচি রয়েছে। এছাড়া ১৩ এপ্রিল বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান ধর্মঘট ও সংহতি সমাবেশ কর্মসূচি পালিত হবে।
সেইসঙ্গে ১৬ এপ্রিল শনিবার বেলা ১১টায় চলমান অবস্থান ধর্মঘটের পাশাপাশি সংবাদ সম্মেলন অয়োজন করা হবে। সংবাদ সম্মেলন থেকে আমরণ অনশনসহ পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল ২০১৬/শরীফ