বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে গ্রেফতার করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আজ সোমবার ভোরে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর শহরের কাসারীপাড়া এলাকার তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতার মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি আহমেদ আলীর ছেলে। মেহেরপুর পুলিশ সুপার এ তথ্য জানান।
এসপি হামিদুল আলম জানান, ২০১৪ সালে নির্বাচন পূর্ব সময়ে সরকারবিরোধী আন্দোলনে হরতাল-অবরোধের সময় গাছ কেটে সড়ক অবরোধ ও জ্বালাও-পোড়াও মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে মেহেরপুর জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ