টানা তিনদিন বিরতির পর ৫ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবারও অনির্দিষ্টকালের জন্য রাজপথ–রেলপথ অবরোধ শুরু করেছে পাটকল শ্রমিকরা। ফলে ঢাকাগামী ট্রেনসহ অসংখ্য যানবাহন আটকা পড়েছে। এতে চরম দুর্ভোগ পড়েছেন বিভিন্ন রুটে চলাচলরত যাত্রীরা।
খুলনার জেলা প্রশাসক মো. নাজমুল আহসানের আশ্বাসে শ্রমিকরা গত বৃহস্পতিবার দুপুর থেকে তিনদিনের জন্য রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছিল আন্দোলরত শ্রমিকদের সংগঠন রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ।
এর আগে, গত ৪ এপ্রিল সোমবার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট পালন করে বিক্ষোভ মিছিল, রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে আসছিল।
আজ সোমবার সকাল ৬টার দিকে মিলের শ্রমিকরা স্ব স্ব মিল গেটে সমবেত হয়। পরে মিছিল করে খুলনা খালিশপুর এবং আটরা শিল্প এলাকায় রাজপথ-রেলপথ অবরোধ শুরু করে অবস্থান গ্রহণ করে। শ্রমিকরা কাঠের গুঁড়ি এবং টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল, ২০১৬/মাহবুব