বাংলা নববর্ষের অনুষ্ঠানে ভুভুজেলা ও মুখোশ ব্যবহার বন্ধে মন্ত্রণালয়ের নির্দেশনা কার্যকর করতে অভিযানে নেমেছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান আগামী ১৬ এপ্রিল শনিবার পর্যন্ত চলবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, বাংলা নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে রাজধানীতে অভিযান শুরু হয়েছে। পহেলা বৈশাখের পর এই অভিযান আরও ২দিন অব্যাহত থাকবে।
বর্ষবরণের আয়োজনে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো হুমকি নেই উল্লেখ করে ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, কোনো ধরনের হুমকি না থাকলেও নিরাপত্তা বজায় রাখতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি জানান, প্রতি বছর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও রমনায় বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এ বছর ডিএমপির অনুমতি সাপেক্ষে রাজধানীর যেকোনো জায়গায় অনুষ্ঠানের আয়োজন করা যাবে।
ভুভুজেলা ও মুখোশ ব্যবহারের বিষয়ে মারুফ হোসেন বলেন, গত বছর পহেলা বৈশাখের অনুষ্ঠানে নারী নির্যাতনের ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে এ বছর মুখোশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওই আদেশ কার্যকরে আজ থেকে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তা রক্ষায় র্যাব ও আইন-শৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরাও মাঠে থাকবেন বলে জানিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/১১ এপ্রিল ২০১৬/শরীফ