জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের সতর্ক থাকার জন্য নিদের্শ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেলে গণভবনে ঢাকা মহানগর, থানা ও ওয়ার্ডে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, কোথাও কোনো জঙ্গি তৎপরতা হচ্ছে কিনা সে বিষয়ে সতর্ক থাকতে হবে। এ ধরনের কোনো ঘটনা ঘটতে দেখলে জড়িতদের ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করতে হবে।
‘একজন রাজনৈতিক কর্মী হিসেবে শুধু বক্তৃতাই নয়, সামাজিক দায়িত্বও পালন করতে হবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা-কর্মীদের বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে যে কোনো ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।
বিডি-প্রতিদিন/ ১১ এপ্রিল ১৬/ সালাহ উদ্দীন