মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মঙ্গলবার নেত্রকোনার দূর্গাপুর উপজেলা থেকে তিনজনকে আটক করেছে নেত্রকোনা ডিবি পুলিশ।
তারা হলেন দূর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত তোরাব আলীর ছেলে আশক আলী (৯০), একই ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মৃত নবী হোসেনের ছেলে মো. আজিজুর রহমান (৭০) ও মৌ গ্রামের মৃত কদর আলীর ছেলে মোঃ শাহনেওয়াজ (১০০)।
নেত্রকোনার ডিবি পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আর্ন্তজাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল থেকে ওয়ারেন্ট আসায় অভিযান চালিয়ে আসামিদের নিজ নিজ বাড়ি থেকে গতরাতে আটক করা হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমাণিক বলেন, আটককৃতদের ট্রাইব্যুনালের সিদ্ধান্ত মোতাবেক কোর্টে বা ঢাকায় পাঠানো হবে। কে বা কখন মামলা করেছে তা ট্রাইব্যুনাল বলতে পারবে আমরা শুধু ওয়ারেন্ট পেয়ে তাদেরকে আটক করেছি।
আর্ন্তজাতিক যুদ্ধপরাধ ট্রাইব্যুনালের প্রধান তদন্তকারী কর্মকর্তা মো. আব্দুল হান্নান মুঠোফোনে জানান, নেত্রকোনার দূর্গাপুরে ৫ জনের বিরুদ্ধে ১৯৭১ সনে অগ্নিসংযোগ ও গণহত্যাসহ বেশ কটি অভিযোগ পাওয়ায় মামলা হয়েছে। তাদের মধ্যে দূর্গাপুর থেকে ৩ জন ও নরসিংন্ধি থেকে একজনকে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৬/রশিদা/মাহবুব