এবছর দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ। পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।
শিক্ষাবোর্ডের প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৩ হাজার ৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ৭২ হাজার ৮২৯ জন পরীক্ষার্থী পাশ করে। বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ২৭৩ জন ছাত্রের মধ্যে ১১ হাজার ৫৩০ জন ও ৯ হাজার ৭৬৫ জন ছাত্রীর মধ্যে ৭ হাজার ৮৭৩ জন ছাত্রী পাশ করেছে। বিজ্ঞান বিভাগে মোট পাশ করেছে ১৯ হাজার ৪০৩ জন। ছেলেদের পাশের হার ৭৫.৪৯ ও মেয়েদের পাশের হার ৮০.৬২ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাশের হার ৭৭.৪৯ শতাংশ।
মানবিক বিভাগে ২৭ হাজার ৬৮৪ জন ছাত্রের মধ্যে ১৭ হাজার ৯৮৬ জন ও ৩৩ হাজার ৮৯৪ জন ছাত্রীর মধ্যে ২৪ হাজার ১২৩ জন ছাত্রী পাস করেছে। মানবিক বিভাগে মোট পাস করেছে ৪২ হাজার ১০৯ জন। ছেলেদের পাশের হার ৬৪.৯৭ ও মেয়েদের পাসের হার ৭১.১৭ শতাংশ। মানবিক বিভাগে গড় পাসের হার ৬৮.৩৮ শতাংশ।
বানিজ্য বিভাগে ১১ হাজার ৪২৩ জন ছাত্রের মধ্যে ৭ হাজার ৬৪০ জন এবং ৫ হাজার ৫৭ জন ছাত্রীর মধ্যে ৩ হাজার ৬৭৭ জন পাস করেছে। বানিজ্য বিভাগে মোট পাস করেছে ১১ হাজার ৩১৭ জন। ছেলেদের পাসের হার ৬৬.৮৮ ও মেয়েদের পাসের হার ৭২.৭১ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৬৮.৬৭ শতাংশ।
তবে জিপিএ-৫ এ ছাত্রীর তুলনায় ছাত্ররা ভালো করেছে। জিপিএ-৫ পাওয়া মোট ৩ হাজার ৮৯৯ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ২ হাজার ৩৩৪ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ৫৬৫ জন।
ছাত্রীদের ভালো ফলাফল করার ব্যাপারে দিনাজপুর শিক্ষাবোর্ডের সচিব আমিনুল ইসলাম সরকার জানান, পড়াশোনার ক্ষেত্রে ছাত্রীরা মনোযোগী হওয়ার কারণে এই ফলাফল হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ আগস্ট, ২০১৬/মাহবুব