গাজীপুর হাড়িনাল এলাকায় অভিযানে তৌহিদুল ইসলাম ও রাশেদ মিয়া নামের দুই জঙ্গি নিহত হয়েছেন। এর আগে সেখানে আকাশ নামের এক জঙ্গির নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। কিন্তু আকাশ নিহত হন গাজীপুরের পাতারটেকের অপর একটি আস্তানায়।
সেখাতে আকাশসহ নিহত হয়েছেন সাত জঙ্গি। জানা গেছে, আকাশ ঢাকা অঞ্চলের নব্য জেএমবি প্রধান। তিনি সাম্প্রতিক সব হামলার পরিকল্পনাকারী বলে জানা গেছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৬টা থেকে গাজীপুর শহরের পার্শ্ববর্তী হাড়িনাল এলাকায় জনৈক আতাউর রহমানের বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট, র্যাব-১ ও ঢাকা ডিবি পুলিশের সদস্যরা।
বিডি প্রতিদিন/ ৮ অক্টোবর ২০১৬/হিমেল/ফারজানা