গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ সাত জঙ্গি নিহত হয়েছেন।
জানা গেছে, শনিবার ভোরে হারিনালে র্যাবের অভিযানের দুই জঙ্গি নিহত হন। এরপর বেলা পৌনে ১১টার দিকে নোয়াগাঁও আফারখোলা পাতারটেক এলাকার একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এতে জেএমবির ঢাকা বিভাগীয় কমান্ডার আকাশসহ সাত জঙ্গি নিহত হন।
বিডি প্রতিদিন/ ০৮ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম