বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক পদে নির্বাচিত প্রার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। এতে ১২ হাজার ৬১৯ জন শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন। নির্বাচিতদের তালিকা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এএমএম আজহার উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন