অগণতান্ত্রিক অপশক্তি গণতন্ত্রকে ধ্বংসের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শহীদ জেহাদ দিবস উপলক্ষে রবিবার দুপুরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রেরিত এক বাণীতে তিনি এ কথা বলেন।
জেহাদের স্বপ্ন বাস্তবায়ন বিএনপির লক্ষ্য দাবি করে মির্জা ফখরুল বলেন, এই দুঃসময়ে সকল গণতান্ত্রিক শক্তিকে কঠিন সংগ্রামে উদ্বুদ্ধ করবে শহীদ জেহাদের আত্মদান। যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে নিয়েছিলেন, সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র ও সমাজের সবস্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের সংগ্রামের মূল লক্ষ্য। আর তাতেই শহীদ জেহাদের আত্মা শান্তি পাবে।
তিনি আরও বলেন, শহীদ নাজির উদ্দিন জেহাদ গণতন্ত্রকে পুনরুদ্ধারে নিজেকে উৎসর্গ করেছেন। তার এ আত্মদানের ফলেই স্বৈরাচার এরশাদের পতন হয়।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৬/মাহবুব