বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে শুরু হওয়া ২০টির মধ্যে একটি চীনকে দেওয়া হবে।
রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বাংলাদেশ-চীন বন্ধুত্ব : প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
ভারতের মতো চীনের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে জানিয়েছে বাণিজ্যমন্ত্রী বলেন, এর মধ্যে ভারতেরটা নিয়ে যত আলোচনা হয়, চীনেরটা নিয়ে তত আলোচনা হয় না। যদিও এই দুই দেশ থেকে বেশি আমদানি করে বাংলাদেশই লাভবান হচ্ছে।
বৈঠকে তিনি আরও বলেন, চীনে বাংলাদেশের রফতানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চীনে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ। যেখানে দেশের মোট রফতানি প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ।
বিডি-প্রতিদিন/০৯ অক্টোবর, ২০১৬/মাহবুব