২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য সেবা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক মো. আবুল কালাম আজাদ আজ বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এবার ২৯ হাজার ১৮৩ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানান তিনি।
পরীক্ষার ফলাফল জানা যাবে http://result.dghs.gov.bd/ এই ওয়েবসাইটে। উল্লেখ্য, গত শুক্রবার ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/এ মজুমদার