তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জনগণকে দ্রুত সেবা দিতে ‘বিডি পুলিশ হেল্প লাইন’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে এই অ্যাপটির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।
আইজিপি বলেন, 'এই মোবাইল অ্যাপটি ব্যবহার করে যে কেউ অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য সরাসরি থানার ওসিকে জানাতে এবং সেবা চেয়ে অনুরোধ পাঠাতে পারবেন। ওই তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও জানতে পারবেন।'
সারাদেশের প্রতিটি থানার ওসি ও পরিদর্শককে (তদন্ত) স্মার্টফোন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই অ্যাপটির যথাযথ ব্যবহার তারা করতে পারেন বলেও জানান তিনি।
শহীদুল হক বলেন, নতুন এই অ্যাপটি ব্যবহার করে কেবল তথ্যই নয়, ঘটনার ছবি, ভিডিও এবং ভয়েজও পাঠানো যাবে। তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পাশাপাশি মহানগর পুলিশের ক্ষেত্রে এসি, ডিসি, পুলিশ কমিশনার এবং জেলার ক্ষেত্রে সার্কেল সহকারী পুলিশ সুপার, পুলিশ সুপার, রেঞ্জ পুলিশ স্বয়ংক্রিয়ভাবে জেনে যাবেন। এতে দ্রুততম সময়ে পুলিশি সেবা নিশ্চিত হবে।
বিডি প্রতিদিন/১৩ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম