চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক আজ শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিট শুরু হবে। চলবে ৪টা ২০মিনিট পর্যন্ত।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টা ৩৬ মিনিটে কম্বোডিয়া থেকে তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ১২টা ০৩ মিনিটে বিমান থেকে নেমে এলে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বর্তমানে রাজধানীর বিমানবন্দর রোডের লা মেরিডিয়ানে অবস্থান করছেন। সেখানে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ২টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছাবেন তিনি। সেখানে শেখ হাসিনা-শি জিনপিং বৈঠক অনুষ্ঠিত হবে। যাতে গুরুত্ব পাবে দুই দেশের বিনিয়োগের বিষয়গুলো।
বিডি প্রতিদিন/১৪ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম